অমীমাংসিত, আমার বন্ধু রাধার অভিমান


আমি রাধার যোগ্য হবো কি করলে
কোথায় আমার প্রাণধন
বলে দে, ও সখিগণ
বাঁচলে না মরলে ।।


ভিক্ষার ঝুলি কাঁন্ধে লইয়া আর কত ঘুরিলে
জনে জনে জিজ্ঞাসীয়া তার নাম ধরিলে ।।


দয়াল বাবার তাগা-তাবিজ দিয়া আমার গলে
নাজিম বলে দেশান্তরী দেখা যদি মিলে ।।


তিলেক মাত্র দেখা যদি মিলে মরণ কালে
মনোবোঝ সান্ত্বনা এই নিয়ে যাবো চলে ।।


10.08.2006