একশো চৌদ্দ সূরা, হাজারও আয়াতে
অতীত-বর্তমান-ভবিষ্যৎ,
আছে বর্ণনাতে
মৌলা আছে বর্ণনাতে ।।
ইসলামের বিধি-বিধান অনুযায়ী চললে
হালাল-হারাম, ভালো-মন্দ বুঝা যায় ভাবলে
তোমার প্রশংসা আছে
কোরানের ভূমিকাতে
মৌলা আছে ভূমিকাতে ।।
সকল সমস্যার সমাধান এই কোরানে আছে
সাথে আরও সহীহ হাদিস সবার জানা আছে
শয়তানের দূরত্ব বজায়
কোরানের সমাপ্তিতে
মৌলা কোরানের সমাপ্তিতে ।।