তোমাদের টাকায় সচল আমাদের,
অর্থনীতিরও চাকা
তোমাদের প্রতি শ্রদ্ধা আমাদের,
তোমাদের হয়ে থাকা
তাই অনুরোধ, অনুরোধ
মনে কিছু কেউ নিবেন না
সকলের নিরাপত্তার জন্য,
ঘরে থেকে বের হবেন না ।।
জানি, অনেক অপেক্ষার পরে
পেয়েছো ছুটি দেশে আসার
প্রিয়জনের মুখগুলো দেখার
জানি, খারাপ লাগবে তবুও
মনে কিছু কেউ নিবেন না
সকলের নিরাপত্তার জন্য,
ঘর থেকে বের হবেন না ।।
বুঝি, মনের না বলা কথাগুলো
বেদনা হয়ে পীড়া দেবে
বেঁচে গেলে সব পাওয়া হবে
জানি, খারাপ লাগবে তবুও
মনে কিছু কেউ নিবেন না
সকলের নিরাপত্তার জন্য,
ঘর থেকে বের হবেন না ।।