প্রেম করিলে বুঝা যায় কে আপন কে পর
ঘরে বাইরে নিন্দা করে জনে জনে তোর
মনরে ঘরে বাইরে নিন্দা করে জনে জনে তোর ।।


জল তুলিতে যমুনাতে যদি ঘাটে দেখা হয়
কতো কিছু বলে লোকে নিয়ে তুচ্ছ এ বিষয়
বুঝি না রে মানুষ কেন এতো স্বার্থপর ।।


পাহারাতে দরজাতে বড়দি রাগে খাড়া রয়
উদাসীনি, পাগলীনি আচরণে পরিচয়
আহার, নিদ্রা লয় না মনে তারে চায় অন্তর ।।


ভালোবাসা মনে আশা থাকে না লজ্জা, ভয়
সখীগণে মজা করে আমার কাঁন্দে হৃদয়
নাজিম উদ্দিন বহু দিনে পাইছে তার খবর ।।


24.07.2006