চশমা ছাড়া খোলা চোখই ভালো,
যদি পর্দা হয় নজর
লবণহীন তরকারির কি স্বাদ,
যতই করো আপ্যায়ন, আদর
মনরে, যদি পর্দা হয় নজর ।।


হৃদয়টাকে এমন করো,
যেমন পানি স্বচ্ছ
আপনারে বড় ভাবো,
অন্যজন কি তুচ্ছ ?
জুতা মেরে গরু করে দান,
যতই করো সমাদর, দিনভর
মনরে, যদি পর্দা হয় নজর ।।


রোজ-হাশরে তোমার কিছু,
নেবে না তোমার পক্ষ
গুণে গুণে চোখের সামনে,
দেবে ঠিকই সাক্ষ্য
সময়ে হয়ে যাওরে সাবধান,
শাসন করো তুমি তোমার ঘর
মনরে, যদি পর্দা হয় নজর ।।


14.08.2018