কোন সে মোহে, কারে পেয়ে
স্বপ্ন দেখতেছো রঙিন
ভালো কিছু পাবার আশে
কষ্ট করতেছো কঠিন  
ওরে পাগল, ওরে সরল
ওরে নাজিম উদ্দিন ।।


কোন আকাশে, রৌদ্র হাসে
বৃষ্টি হইয়াছে মলিন
চৈত্র খরা হৃদয় পুড়ে
নষ্ট বুকেরও জমিন
ওরে পাগল, ওরে সরল
ওরে নাজিম উদ্দিন ।।


কোন হিসেবে, অঙ্ক কষে
ভগ্ন কইরাছো স্বাধীন
মুচড় দিয়ে আঁচড় কাঁটে
জীবন নয়তো শৌখিন
ওরে পাগল, ওরে সরল
ওরে নাজিম উদ্দিন ।।