প্রেম করে বাপ
মানসিক চাপ
নেবো না মাথায় আমার তুলে
জীবনে আমার তাই যাইবা আসুক
আলো আঁধার, সুখ কিংবা অসুখ
যাবো না তাতেও আমি বদলে ।।


আকাশ মেঘে ঢেকে যতই যাক
হৃদয় আমার শূণ্য যতই থাক
যাবো না তাতেও আমি বদলে ।।


আবেগ প্রবল হয়ে যতই ডাক
স্বপ্ন আমার পানে যতই চাক
যাবো না তাতেও আমি বদলে ।।


27.08.2010