বুকে আসে, মুখে আসে
শুধু হয় না আওয়াজ
ভালো লাগা, ভালোবাসা
অনুভূতির কি রেওয়াজ
হাতে ধরা, পাশে বসা
গা ঘেঁষে সময় পার
ভালোবাসি বলে দেবো
না ভেবে কিছু আর ।।


দেখা হয়, কথাও হয়
প্রতিদিন নিয়ম করে
না বলা কথাগুলো,
খুব বেশি পীড়া করে
মন খারাপের উদাস দুপুর
হাওয়াতে ঊঞতার
পোড়া বাঁশি ভাঙা সুরে
বাজে না সুরে আর ।।


আসা হয়, যাওয়া হয়
শুধু ভয় বিষন মনে
যদি না পাই তাকে,
সব কথা রয় গোপনে
রাগে মেঘ, বৃষ্টি হয়ে
ঝরে পড়ে লাগাতার
বনে ফুলে ইচ্ছে পূরণ
জেগে থেকে বাঁকা ঘাড় ।।