মাটি চাপা দিও, আগুনে পোড়াইও
যা ইচ্ছা করিও, আমার লাশ
মুসলিম সমাজ
মরিলে পড়িও জানাজার নামাজ ।।
জন্মিলে মরিবো, নিয়মের বর্ণনা
হোক সে স্বাভাবিক, হোক দুর্ঘটনা
করি না কোনো ভয়, আমলনামায় কি হয়
শেষ ইচ্ছা বিনয়, দাও আশ্বাস
মুসলিম সমাজ
মরিলে পড়িও জানাজার নামাজ ।।
হিমাগারে রাখো, নয়তো কফিন বন্দি
আমিও তো মানুষ, নই প্রতিদ্বন্দ্বী
তারপরও সংশয়, পরিস্থিতি কি হয়
কখন কি আদেশ হয়, জারি প্রকাশ
মুসলিম সমাজ
মরিলে পড়িও জানাজার নামাজ ।।