পেটের পীড়া সহনও যায়,
মনের পীড়া সহন দায়
জ্বালা বাড়ে মালা ঝরে রে
আমার মালা ঝরে জ্বালা বাড়ে রে
জানে মালিকও মৌলায় ।।


বালি দিয়ে তৈরি কাঁচের আয়না হৃদয় না
এলোমেলো আলগা ছোঁয়া ভাঙতে পারে না
চোখের দেখা ভোলা তো যায়,
মনের দেখা ভোলা দায় ।।


বনমালী বন পাহারা, এমনিতে দেয় না
ভালোবাসা মনের তৃপ্তি তুলনা হয়না
সুখের স্মৃতি দুরে হারায়,
দুখের স্মৃতি মুছা দায় ।।