দেখা হলো না হলো তাতে কি আসে যায়,
মনে রাখাটাই বড় বেশি প্রয়োজন
তবেই তো বুঝে নেবো
অনুভবে খুঁজে পাবো
দুজন দুজনার হবো আপনজন ।।
ঝিনুক বুকে মুক্তা যেমন, নদীর বুকে জল
আমার বুকে শুধু তুমি, জীবন-মরণ সম্বল
চাঁদকে শুধালে কয়
আমি ছাড়া কি হয়
আলোকিত সুন্দর রাতেরও ভূবণ ।।
তুমি আমার স্বপ্ন-আশা, ভালোবাসার ঘর
জীবনের সবটুকু তুমি, জনম জনম সহচর
মেঘকে শুধালে কয়
আমি ছাড়া কি হয়
বৃষ্টি ভেজা বাদল আষাঢ়ও শ্রাবণ ।।
15.04.2013