বিজলী চমকায়, দমকা হাওয়ায়
বৃষ্টি ঝরে রে
তোমার কথা শুধু আমার
মনে পড়ে রে ।।
বৃষ্টি হলেই কাজের ছুটি,
এক নাগাড়ে আড্ডা
গরম কপি, গরম চায়ে
শরীর, মেজাজ ঠান্ডা
নিয়ম করে ঘুরতে যেতাম,
শুক্রবারে রে
সেসব স্মৃতি শুধু এখন
মনে পড়ে রে ।।
তুমি আমি দুজন মিলে,
নানান তর্ক-যুক্তি
হাসি মুখে মেনে নিতে
ভালোবাসাই মুক্তি
সবই ভুলে গেছো আমার
খুঁত ধরে রে
তোমার কথা শুধু আমার
মনে পড়ে রে ।।