আমার মন্দ স্বভাব, মন ভোলা খায়েশে
মন্দ ছাড়া ভালো কিছু কইলো কম মানুষে ।।
চেনাজানা আর অচেনা কত লোক যায় আসে
আপন স্বার্থে ষোলোআনা সবাই অঙ্ক কষে
মিছা দোষী সাব্যস্ত করে আমার এই বয়সে
মন্দ ছাড়া ভালো কিছু কইলো কম মানুষে ।।
নাজিম উদ্দিন বুঝে না, দিন কত যায় বসে
সবার সুখে মিষ্টি হাসি, আমার সর্বনাশে
অপবাদে অভ্যস্ত করে ভয় বিনা সাহসে
মন্দ ছাড়া ভালো কিছু কইলো কম মানুষে ।।