বড়লোক আছে ঘরে
চাল, ডাল মজুদ করে
নো টেনশন,
টেলিভিশন
ছেড়ে নিউজ পড়ে
বড়লোক আছে ঘরে ।।


গরিবের পরিবারে
বিতরণ সবে করে
ত্রাণ-সামগ্রী,
সহযোগী
পাবলিক, সরকারে
গরিবের পরিবারে ।।


না খেয়ে, না পরে
বলতে কভু না পারে
মধ্যবিত্তই,
অস্তিত্বই,
ধুকে ধুকে মরে
না খেয়ে, না পরে ।।


দুর্যোগ, সংকটে
আতঙ্কে কি ঘটে
সচেতনতা,
প্রতিকূলতা,
দূরে যাবে, বটে
দুর্যোগ, সংকটে ।।


বড়লোক আছে ঘরে
খাবার মজুদ করে,
গরিবের পরিবারে
সহায়তা সরকারে,
মধ্যবিত্ত লজ্জাতে
পারে না কিছু চাইতে
মধ্যবিত্ত, অভিশপ্ত
তবে কি সংসারে ?