আজ আমার সোনা মায়েরা চিন্তামুক্ত ঘুমে,
আনন্দ খুশিতে নেই কারও সাথে রাগা
মাথা থেকে পা পর্যন্ত ভেজে না আর ঘামে,
দেরিতে ঘুমানো নেই তাড়াতাড়ি জাগা
মায়েরা আত্মত্যাগে
সর্বদা সকলের আগে
তোমাদের প্রশংসা করা নয় কিছু আলাদা
আত্মত্যাগে সবার আগে তোমরাই সর্বদা ।।
আজ আমার মায়েদের বাঁধ ভাঙা উল্লাস,
একসাথে পরিবার মিলে আনন্দ ভাগ করা
আজ আমার মায়েদের তাঁরা ভরা আকাশ,
প্রাণ ভরে নিঃশ্বাস নিতে আগ্রহ মন ভরা
মায়েরা আত্মত্যাগে
সর্বদা সকলের আগে
তোমাদের প্রশংসা করা নয় কিছু আলাদা
আত্মত্যাগে সবার আগে তোমরাই সর্বদা ।।