মস্ত বড় দেহ তোমার ক্ষুদ্র ঐ পাখি
পায়ের নখে ধরে তোকে
করে ডাকাডাকি
যেদিন লাশ হয়ে থাকি,
ও মন লাশ হয়ে থাকি ।।
ধারালো ছুরির মতো তাঁর দাঁত সারি সারি
পায়ে ধরে দাঁতে ছিঁড়ে খাবে মজা করি
দেহ খাবে মজা করি
যেদিন লাশ হয়ে থাকি,
ও মন লাশ হয়ে থাকি ।।
মাটিও যে আদর করে নেবে দেহ চুষে
হাড় ছাড়া কোনো কিছু রবে না মানুষে
জানি রবে না মানুষে
যেদিন লাশ হয়ে থাকি,
ও মন লাশ হয়ে থাকি ।।
যেথা ছিলে সেথা চলে যাবে আত্মা-রুহু
নাজিম বলে যতই করো রূপ ধারণ বহু
তুমি রূপ ধারণ বহু
যেদিন লাশ হয়ে থাকি,
ও মন লাশ হয়ে থাকি ।।