বেজায় কষ্ট গুমরে কাঁদিস মন
কাঁদার মতো সময় নয়রে এখন
আনন্দের বহিঃপ্রকাশে
চোখ বেয়ে জল মুখে আসে
আজ কেন অস্থির, ধৈর্য ধারণ ।।


মেঘ চাইতে না বৃষ্টি পড়ে
ক্রমে ক্রমে চাহিদা বাড়ে
ঘটনার মাঝে ঘটে, কিছু অঘটন ।।


বিনিময় প্রথা বিনিময়ে
চালু রাখতে হয় মেধা দিয়ে
খোদার ইশারা বলে, চলে এ ভূবণ ।।


দুরত্ব রক্ষা, বাঁচার আশা
বাঁচার স্বার্থে কম মেলামেশা
কিছুদিন দুরে থাকা, মানে সচেতন ।।