কি ছিলো, কি হলো
ও মন, কারণ খুঁজিস না
চোখ বুঝিলে কিছুই দেখবি না ।।


খোদার ইশারা ছাড়া, একটিও পাতা নড়ে না
এক দেশে দিন, এক দেশে রাত
নিয়মে ব্যাঘাত ঘটে না
ও মন, কারণ খুঁজিস না
চোখ বুঝিলে কিছুই দেখবি না ।।


শুধু চোখেরই দ্বারা, সবকিছু দেখা যাবে না
অন্তর চক্ষু খুলে একবার
দেখিলে দেখার থাকে না
ও মন, কারণ খুঁজিস না
চোখ বুঝিলে কিছুই দেখবি না ।।