কানের পাশে কানাইর ঘর
বাঁধিয়া লাভ নাই মন তোর
সেই ভালো তুই যা চলিয়া দূর পরবাস
দিন কাটাইবা খাইয়া না হয় থাকিবা উপাস ।।


বিঙ্গল পোকা কামড় দিলে যেমন লাগে গায়ে
তেমন দশা থাকলে কাছে আপন পর হয়ে
আসার আশে বন্ধুর লাগি করিস না হুতাশ ।।


ভিতরে জ্বালা বাইরে হাসি বন্ধুর আশে চাহি
শৈশব, কৈশোর, যৌবন গেলো বন্ধুরে না পাহি
শীতের পিঠা খেজুর রসে করিলাম বিনাশ ।।


16/05/2013