যদিও পৃথক আপনজনে, তবুও একান্তে
ধৈর্য পরীক্ষাতেও যেন পড়ি না বিভ্রান্তে ।।


আল্লাহ্ আমার, আল্লাহ্ আমার...........


কাজ ছাড়া দিনরাত্রি কাটে চিন্তা অনিশ্চিত
তোমার উপর ভরসা আছে ভয় নেই কিঞ্চিত
যদিও পৃথক ...........পড়ি না বিভ্রান্তে ।।


আল্লাহ্ আমার, আল্লাহ্ আমার...........


তুমি জানো রোদ-বৃষ্টি-ঝড়ে নিতে যে পরীক্ষা
ধৈর্য ধারণ সফলতা যে অর্জন করা শিক্ষা
যদিও পৃথক ...........পড়ি না বিভ্রান্তে ।।