একটা দুঃখ যদি দুজনাতে বিভক্ত করি
সমান সমান দুখের প্রভাব হবে দুজনারই ।।
তোমার হাতে আমার হাতে দুই দুইটা গোলাপ
তোমার সাথে দিবস রাতে সুখ-দুঃখের আলাপ
একটা স্বপ্ন যদি দুজনাতে মিলিয়া দেখি
তোমার আমার স্বপ্ন পূরণ হতে নাই বাকি ।।
তোমার আশে আমার আশে দুই দুইটা হৃদয়
তোমার দেখা আমার দেখা চায় যে সব সময়
একটা রাত্রি যদি দুজনাতে জাগিয়া থাকি
ভালোবাসার লেনাদেনা হবে মুখোমুখি ।।
13.07.2012