হৃদপিণ্ড ভয় কম্পনে কাঁপে, আমার পাপের মহা চাপে
আমার ভাবনার নাই শেষ
ফাঁকা দেহ অবশেষ
পিপীলিকার জীবন হলে মরি, পুড়ে আগুনের তাপে ।।
তৃষ্ণার জল পান করি না, স্বভাবে চাতক
আত্মার বল হ্রাস পেয়েছে, দুর্বলে আটক
একাকিত্বের জীবন সংগ্রাম, শুধু নিত্য অভিশাপে ।।
মন্দের দল দলে নিয়েছে, দিয়েছে বিপাক
দুর্দিনে মত পাল্টে গেছে, ভাবণা অবাক
অন্তিম কালে মনের আক্রোশ, নষ্ট হলেম ধাপে ধাপে ।।