ও চোখে চোখ পড়তেই মনে প্রেম উঠলো জেগে
ও হাতে হাত রাখতেই হেঁটে মন ছুটলো বেগে
স্পর্শ; তড়িৎ যেন
হৃদয় বাহির করে আনো
অনুভবে সবখানেতেই হাওয়া হয়ে পিছু টানো ।।
কল্পনাতে রাজ্য সাজাই,
আমি রাজা তুমি রাণী
তোমার দেখা পেয়ে আমার
এভাবে কাটে দিন-রজনী
ঘুমে আমি স্বর্গে ভাসি তুমি সাথে ভালো লাগে ।।
নিন্দা চোখে দেখুক সবে,
ভালোবাসা কতো দামি
ভালোবেসে বাঁচতে শেখা,
ভালোবাসা হয়তো এর নামই
তুমি পাশে হারতে রাজি হাসি-খুশি থাকি আগে ।।
06.07.2015