তুমি জাগো, আমি ঘুমাই
এমন ঘুম পাগল নই
আমার কোলে ঘুমাও, তুমি
বন্ধু আমি জেগে রই ।।
লাগলে গরম বাতাস কইরা,
শীতল করবো গায়
মশাটারে দেবো তাড়াইয়া,
দুরে চলে যায়
কাছে আছো আরও কাছে চায়,
যেমন দুধে মিশে দই
আমার কোলে ঘুমাও, তুমি
বন্ধু আমি জেগে রই ।।
আগলে রাখি আঁচল ধইরা,
নয়ন খুলে চাই
ভিতর বাহির আছো জুইড়া,
দিবানিশি পাই
নাজিম উদ্দিন যায় বলে যায়,
তোমায় ভুলে যাবো কই
আমার কোলে ঘুমাও, তুমি
বন্ধু আমি জেগে রই ।।