যদি একটা দিন চাঁদ, তোমার প্রেমে পড়ে
কতো যে কষ্টে আছি
তোমারও কাছাকাছি
তবে চাঁদ বুঝতে পারে
যদি তোমার প্রেমের আগুনে পোড়ে
তবে চাঁদ বুঝতে পারে ।।


ফুল যদি হাতে নাও বুঝবে তবে
তোমার হাতে গেলে ঝরতে হবে
পাথরও বলবে কথা
ভেঙে দিয়ে নীরবতা
যদি তোমার হাতের কবলে পড়ে
তবে চাঁদ বুঝতে পারে ।।


আমাকে তুমি কেন এত কাঁদালে
কাছে এসে আবার দুরে হারালে
কঠিনও পাষাণ জানি
করবে সে কানাকানি
যদি তোমার খেলার চালে পড়ে
তবে চাঁদ বুঝতে পারে ।।


16.10.2009