ও তোর দোষ ধরা, বদনাম করা
মন্দ বলার অভ্যাস
গেলো না, গেলো না রে মন
হলো যত সর্বনাশ ।।
কাঁটা গায়ে নুন ছিটানো,
তার উপরে লঙ্কা জল
পরও মন্দে গা ভাসানো,
আপন মন্দে মত বদল
ও তোর দোষ ধরা, বদনাম করা
মন্দ বলার অভ্যাস ।।
জুতা মেরে গরু করে দান,
আবার তাঁরে আপ্যায়ন
ভান করে মিছা অভিমান,
আবার জোড়া মিছা বাঁধন
ও তোর দোষ ধরা, বদনাম করা
মন্দ বলার অভ্যাস ।।