নিন্দা ভয়ে নিরব হয়ে
অসহায় পদে পদে
বন্ধু, মন কাঁদে দরদির দরদে ।।
মনেরই পছন্দ শুধু মনে মনে থাক
প্রকাশ করে চাই না তারে আনিতে বিপাক
মন গড়া কি শক্ত পাথর, লোহা, পারদে
বন্ধু, মন কাঁদে দরদির দরদে ।।
নিন্দুকের আনন্দ হবে আসমানেরই চাঁন
হঠাৎ করে গ্রহণ লাগে যেমনটি বিধান
মানুষ চেনা হলো এবার প্রেমের সুবাদে
বন্ধু, মন কাঁদে দরদির দরদে ।।
নাজিম উদ্দিন যে কবে দুনিয়া করে ত্যাগ
দেখা নাই যে, দুঃখ নাই যে সম্পর্ক বিভাগ
যেমন কর্ম তেমন ফল যে আছে প্রবাদে
বন্ধু, মন কাঁদে দরদির দরদে ।।