দায় এড়ানো দায়
ভালোবাসার দায়িত্বে পড়ে
ভালোবাসা তোমায় ।।
আমার কাজের অন্যতম কাজ,
তোমার খেয়াল রাখা
আমার জীবন প্রাণবন্ত আজ,
তোমার ছোঁয়ায় থাকা
দায় এড়ানো দায়
ভালোবাসার দায়িত্বে পড়ে
ভালোবাসা তোমায় ।।
জীবন-মরণ একমাত্র ইচ্ছে,
তোমার সঙ্গী হওয়া
হৃদয় আমার শুধু বলে দিচ্ছে,
তোমার সঙ্গ পাওয়া
দায় এড়ানো দায়
ভালোবাসার দায়িত্বে পড়ে
ভালোবাসা তোমায় ।।