আজ কর্মহীন বেকার পুরুষ বন্দি ঘরে ঘরে
আল্লাহ্ তোমার গুণের গুণে, দাও নিরাময় করে ।।
জীবন-যাপন, সৎ উপার্জন হালালও খাবারে
আল্লাহ্ তোমার গুণের গুণে, দাও নিরাময় করে ।।
পাপের জীবন, পাপও মোচন ক্ষমা চাই করজোড়ে
আল্লাহ্ তোমার গুণের গুণে, দাও নিরাময় করে ।।
মুমিনের প্রাণ, করো আগুয়ান শুধু তোমার তরে
আল্লাহ্ তোমার গুণের গুণে, দাও নিরাময় করে ।।