রাগ হলে অভিমানে আলাদা হতে পারি
কেন তবে নয়, এমন সময় আনন্দে রাগ করি ।।
হাতে গোনা কয়েকদিন মাত্র দুই সপ্তাহ
সুস্থ থাকি, ঘরেই থাকি চিকিৎসা বার্তা
কেন তবে নয়, এমন সময় আনন্দে রাগ করি ।।
করোনা কভিড নাইনটিন, মহামারি অবস্থা
হোম কোয়ারেন্টাইন থাকি, জীবন নিরাপত্তা
কেন তবে নয়, এমন সময় আনন্দে রাগ করি ।।