আমি তোমার চোখের আড়াল হতে কভু পারবো না
তোমার স্মৃতি এ মন থেকে মুছে দিতে পারবো না
তুমি যতই আঘাত করো বুকে, দাওনা যতই যন্ত্রণা
আমি তোমায় ভুলবো না ।।


হৃদয় আমার আয়না হলো চোখেরই যে কারণে
প্রেমের ভাষা বুঝতে শেখা তুমি আসায় এ মনে
পৃথিবীতে এত আপন তোমার মতো পাবো না
তোমায় ছেড়ে কোনোদিনও আমি কোথাও যাবো না
আমি তোমায় ভুলবো না ।।


আমি তোমার তুমি আমার বাঁধা একই বাঁধনে
দুঃখ এলে কাছেই রবো মিলে মোরা দুজনে
তোমার মাঝে পেলাম খুঁজে বেঁচে থাকার প্রেরণা
স্বপ্ন হয়ে আসো কাছে দুরে কভু থেকো না
আমি তোমায় ভুলবো না ।।


05.02.2010