কিছু বলতে চাই, বলা হয় না
চোখ লজ্জায়
পথ চলতে যাই, হাঁটা হয় না
শেষ পর্যায় ।।
হাত ধরতে এগিয়ে যাই
হাত আবার সরিয়ে তাই
পিছন ঘুরে ফিরে তাকাই
সামনে দাঁড়ানো যায় না
পড়ি শঙ্কায় ।।
দিনও রাতে ভাবণা এক
ফল শূণ্য, ভ্রান্তি অনেক
জীবন পুরোপুরি বৃথাই
সামনে এগোতে পারি না
দ্বিধা আস্থায় ।।