তারে কাকের মুখে পত্র লিখে দিছি পাঠাইয়া
বুকের বেদন, মনের মতন
দিছি লিখিয়া গো,
দিছি লিখিয়া ।।


এক দেখাতে নিলো আমার হৃদয় কাড়িয়া
দুই নয়নে দিলো প্রেমের ছবি আঁকিয়া গো,
ছবি আঁকিয়া
বাঁশের বাঁশি নিষ্ঠুর
বাজাইলে বাজে না সুর
অভিমান করিয়া গো,
অভিমান করিয়া ।।


বকুল ফুলে যত্নে রাখি বাসর সাজাইয়া
নিশিদিনে পন্থ পানে থাকি চাহিয়া গো,
থাকি চাহিয়া
বলে নাজিম চিন্তাপুর
বন্ধুর বাড়ি অনেক দুর
ফুরায় না হাঁটিয়া গো,
ফুরায় না হাঁটিয়া ।।


25.04.2007