তুমি ছাড়া চপলাবতী, নাইরে আমার কোনো গতি
তোমার বুকে আমার প্রেমের
একমাত্র অধিপতি
চপলাবতী, চপলাবতী ।।


নিজও হস্তে ফুলে ফুলে সাজাই প্রেমের ডেরা
পাগল উদাসী অন্তর চাতক আঁখি জোড়া
চাঁন্দের আলো হার মেনেছে
দেখে তোমার বিভূতি
চপলাবতী, চপলাবতী ।।


অগাধ জলে ভেসে যাবো আপন করে পেলে
ইশারাতে মনের কথা বলবো পরাণ খুলে
লোকে তোমার সাথে করে
শুধু শুধু অপ্রীতি
চপলাবতী, চপলাবতী ।।


আমি শুধু কেবলমাত্র স্বপ্ন সোহাগীনি
তুমি হলে সুখের খেচর কাম দেশের কামিনী
নাজিম বলে তোমার পানে
সারা জনম আসক্তি
চপলাবতী, চপলাবতী ।।


15.06.2007