নাজিম উদ্দিন বন্ধুর অধীন হয়ে গেছে রে
বন্ধু বিহনে মরে, বন্ধুর দিদারে বাঁচে রে
নাজিম বন্ধু বিহনে মরে, বন্ধুর দিদারে বাঁচে রে ।।
নাজিম সুস্থ মানুষ, সুস্থ দেহ
মনে অসুখ হইছে রে
বন্ধুর চরণে ধরে, মিনতি থাকিবো কাছে রে
নাজিম বন্ধু বিহনে মরে, বন্ধুর দিদারে বাঁচে রে ।।
নাজিম অন্তর দিয়া শুধু তারে
বড় ভালোবাসছে রে
বন্ধু থাকিলে দুরে, না দেখার অভাবে আছে রে
নাজিম বন্ধু বিহনে মরে, বন্ধুর দিদারে বাঁচে রে ।।
নাজিম লোক সমাজের অপবাদে
কুলে কালি দিছে রে
বন্ধু মর্যাদা বুঝে, পিরীতি জলেরও মাছে রে
নাজিম বন্ধু বিহনে মরে, বন্ধুর দিদারে বাঁচে রে ।।