এক জনমে যাবে না ভোলা,
আমি না গেলে মরে
প্রাণে বাঁচি যতদিন,
ভুলি না তোমারে
বন্ধু ভুলি না তোমারে ।।
তুমি জল আমি মীন,
প্রেমো সাগরে
আমি ধরি তুমি বন্ধু,
ছাড়ো আমারে ।।
তুমি ছাড়া ভালোবাসা,
কে দিবে মোরে
দিবানিশি তোমায় আমি,
ভাবি বন্ধুরে ।।
সাধে প্রেম করে শ্যাম,
আরাম হয় নারে
নাজিম কাঁদে প্রেম যাতনা,
প্রাণে সয় নারে ।।
02.05.2007