ভালোবাসা মনের ব্যাপার
চয়েস অটোমেটিক
মিলনে আনন্দ মধুর
বিচ্ছেদে যন্ত্রণা প্রচুর,
নিরাময়ে শোক প্রেরণা
অসুখ মানসিক ।।
নিত্য আসা যাওয়া করে
শুধু আকর্ষণ বাড়ে
রাতের বেলা নিদ্রা যায় না
পিপাসাতে পান করে না,
উপোস আকস্মিক ।।
সত্য মিথ্যা যাচাই ছাড়া
প্রেমে থাকে পাগল পারা
কথার শব্দ কানে বাজে
চতুরপনা আসে কাজে,
ভাষা সাংকেতিক ।।