জলসা ঘরে নেশার ঘোরে কোন রূপে আন্ধা
খোদা তুমি ভালোই জানো তোমার এই বান্দা ।।
না দেখে বিশ্বাস করেছি
বিধানে আশ্রয় নিয়েছি
আদতে কিছু ভুলেছি আমলে বন্ধ্যা ।।
নিষেধ আছে এমন কাজে
যাইনি কভু সে সমাজে
আমি তোমার দয়ার মাঝে থাকিতে কাঁন্দা ।।
তোমার অসীম কৃপা বলে
আঁন্ধারে চঁন্দ্রিমা জ্বলে
নাজিম প্রভু তোমার দলে তোমার বাসিন্দা ।।