আমার বন্ধু সোনা চাঁন্দের সনে
আসমানের চাঁন
তুলনা করিলে রূপের
হবে না সমান ।।


আমার বন্ধুর হাসির সনে
ফুলেরও হাসি
তুলনা করিলে ফুলও
হয়ে যায় বাসি ।।


আমার বন্ধুর কথার সাথে
কোকিলের সুর
তুলনা করিলে কোকিল
যায় চলিয়া দূর ।।


আমার বন্ধুর মনের সাথে
সাত রাজার ধন
তুলনা করিলে নাজিম
বাড়ে তার ওজন ।।


23.02.2006