এরপরও কি বলবে তুমি আমার দোষ আছে
আকাশ কাঁদে মেঘে
বিজলী চমকায় রেগে
বৃষ্টি পড়ে, পোড়া মাটি চৈত্র খরায় বাঁচে
আমিও তেমন, বুঝো না কেমন শুধু তোমার কাছে ।।


তোমার একটু অভিমানে, দম যায় আমার আটকে
তুমি পারো বাঁচাতে আমায়, ভালোবেসেই আমাকে
আকাশ কাঁদে মেঘে......... ।।


তেরোশো নদী চোখে ধরে, বুকের আগুন নেভাতে
পারবো না নেভাতে আগুন, তুমি ছাড়া পৃথিবীতে
আকাশ কাঁদে মেঘে........ ।।