বিশ্রাম
ট্রাম, বাস, ট্রেনে চড়ে
ফেরিওয়ালা ডাক ছেড়ে
ক্লান্তভাবে পথের ধারে
তোমায় খোঁজে ভরদুপুরে।
সকালে বাজার সেরে
সারাদিন অফিস করে
চাকুরীজীবি বাড়ি ফিরে
তোমায় খোঁজে হৃদ মাজারে।
চাষের ক্ষেতে ফসল ফলে
মনের সুখে চাষী তোলে
নতুন আশায় বীজ বুনে
তোমায় খোঁজে ক্ষণিক ক্ষণে।
এভাবেই দিন কেটে যায়
নতুন আশায় বুক বেঁধে যায়।
নতুন সুরে গান গেয়ে যায়
বিশ্রাম বিদায় নেয়।