নিশ্চয় মৃত্যুর ক্ষণ আসবে অবশেষে
চলে যেতে হবে না ফেরার দেশে,
দুনিয়ার মায়া রক্তের বাঁধন ছিড়ে
জীবন্ত এ দেহ হবে লাশ নিমিষে।
খোদা ছাড়া কেউ জানেনা সে খবর
কখন যে খোঁড়া হবে তোর কবর,
স্বজনের কান্না পারবেনা থামাতে
একা ফেলে যাবে দাফন শেষে।
আঁধার গোরে কেহ জ্বালবে না বাতি
বৃষ্টিতে আসবে না ধরতে ছাতি
সাথে নিয়ে যাবে তুমি যে আমল
তাই হবে দুঃসময়ে তোমার সাথী।
প্রচন্ড শীতে আনবেনা কেউ কম্বল
থাকতে সময় গুছিয়ে নাও সম্বল
অবহেলায় যেওনা পরকাল ভুলে
মাটির দেহ মাটিতে যাবে মিশে।