কষ্ট দিলাম মাগো সারা জীবন ভর
তবু আগের মতোই ভালোবাসো
দাওনি করে পর ।।
তোমার হাতের ছোঁয়া আলতো চুম্বন
মায়া ভরা বুকে সুখের আলিঙ্গন
দরদ ভরা হাসি মাখা ডাক
জুড়ায় এ অন্তর ।।
শাসন ছিড়ে দূরে গেলে ছোট্ট বাবুটা
ছটফট করতো মায়ের মনটা
বায়না পূরণ না হলে মাকে
জালাতাম মেলা ।।
ও মা দুঃখ ভুলে আমায় করো ক্ষমা
নাহয় হবে খোদার গজব জমা
চাই পদতলে ঠাই যেথা বয়
জান্নাতের নহর ।।