সরিষা ফুলের সুগন্ধ আসে
বাতাসের পিঠে চাপা উল্লাসে
দেখেই আমার ভালো তো লাগায়।।
সুবিশাল বিল থমকে আকাশে
সকাল সন্ধা যেই উচ্ছাসে
ঘুঘু টিয়ে আর কবুতরের ঝাঁক
গাছে গাছে বাধা বাসা মেীচাক
যেখানে নিয়েই আমায় থামায়।।
ধানের গন্ধে যখন নবান্ন আনে
বসন্ত বসে পাখিদের আর গানে
হাজার ফুলের ফসলি ফুলের
সুগন্ধ ডাকে এমন কূলের
দেখতে আমার মন ছুটে যায়।।