জীবনের কাছে আসবেই কেউ পথ চেয়ে আছি,
কেউ আসছিল এসেই যখন নিয়ে গেলো হাসি
এক জীবনেই আমি যে এখন দুঃখ নিয়েই বাঁচি।
সেই শৈশবে দুরন্ত পায়ে হেঁটে হেঁটে হলো চলা,
দেখতে দেখতে ফুরিয়ে গিয়েছে এই বেলা কী অবেলা
কতদিন পর কেউকে পেয়েছি কতটকু করে পাশাপাশি।
মনের খাতিরে জানা শোনা নেই ভাবিনি আপন মনে
বলেছি আমার বুঝেছি এখন অসময় শুধু ক্ষণে,
সময়ের কাছে চেয়েছি কেউকে হৃদয় দেয়নি তার
সে তো আমায় বুঝলনা কিছু হারানোর সমাচার।
বেদনা কাতরে চলে ভাঙচুর হয়ে যায় অবিনাশী