স্বাধীনতার সুফল মানুষ পাচ্ছেন না কেন মাগো
একাত্তরের সৈন্য সেনা আবার তোমরা জাগো...
মাগো আবার তোমার জাগো....
পদে পদে হেনস্থা মা দুঃখে ভরা ঘোর,
এতো আলো পুব আকাশে পাইনা খুঁজে ভোর
মাগো পাইনা খুঁজে ভোর,
কী! অধিকার লুণ্ঠন হলো কিছু হলো নাগো,
রক্ত ভেজা আসাদের শার্ট রক্তে ভেজা আজো,
ভুলে গেছে তোমায় যারা? নেই কোনো এক লাজো!
চেতনা তার মুখে বলে কাজের হচ্ছে ফাঁকি,
আজো কেনো দুঃখ নিয়ে আমরা পড়ে থাকি।
সব অধিকার দিতে সবার উঠে আবার লাগো
মাগো তোমার সৈন্য সেনা কোথায় বলো মাগো?
একাত্তরের সৈন্য সেনা আবার তোমরা জাগো...