পারবে পারবে তোমরা পারবে
স্বচ্ছ সতেজ বাংলা গড়তে,
বাধা বিপত্তি অতিক্রম করে
পারবে তোমরা আবার লড়তে।
তোমার যখন তরুণ মেধাবী উন্নত মম শির।


জানে না যে ভয় কিবা পরাজয়
কতদূর যেতে কত হলো ক্ষয়,
জয়ের নেশায় যারা পরে রয়, উচ্চ মনস্থির।


এগাতে যাদের বুকে নেই ভয়
হুংকার কেউ পশ্চাৎ নয়
মৃত্যু কি পারে দাবিয়ে রাখতে
এই বাংলার মাটিতে সদয়।


ভিরুদের দল লুকিয়ে রয়েছে
তরুণের পায়ে রক্তের ঢেউ,
তবুও তরুণ এগিয়ে যাবেই
বিপত্তি বলে আছে নাকি কেউ?
তোমরা মুকুট সূর্যের মত তোমরাই সেই বীর।