নদীর আছে জল জলের আছে খেলা
খেলার পরে আরো ফুল ফলের মেলা
নদী বন মাটিরে পরম আত্নারে
চলেছে সারাবেলা।
এই বাংলাদেশে


উত্তর থেকেই দক্ষিণ সীমানা
পূর্ব পশ্চিম আমাদের অজানা
জানতে গেলে নেই শেষে চোখটা ফেলা
কতকি না জানার,
গোনা আমাদের চৌষট্টি জেলা।
রয়েছি সুধা মেশে


পাহাড় ছুঁয়ে ঢালে হারিয়ে গেছে ভীরে
জীবন গেঁথে সুতো বসবাসের নীড়ে
সবুজ দিয়েছিল ডাল গাছের ছায়া
মাঠ পেলো ফসল পথে ফেরার মায়া
এই ফিরে আসার
তাই ফিরে আসছি আর বেলা অবেলা।
আসছি অবশেষে