নীল আকাশের চাদর খোলে,  
সবুজ ঘাসের মাটি দোলে,  
আমার দেশে রৌদ্র হাসে,  
সাগর নদীর টান,  

ধানের ক্ষেতে ঢেউ ওঠে রে,  
তালপুকুরে রঙ ফোটে রে,  
এই মাটিতেই স্বপ্ন গড়ে,  
ফসলেরই প্রাণ।  

ওরে আমার, শোন রে তুই শোন,  
এই দেশ ভাই রে কতই আপন!  
বুকের ভেতর বেজে ওঠে  
বাংলা মায়ের গান।।

পাহাড় ডাকে, নদী হাসে,  
রাখাল বাঁশি বাজায় পাশে,  
বাংলার বুকে মাতিয়ে নেমে,  
মন করে আনচান।  


ওরে আমার, শোন রে তুই গান,  
এই দেশ ভাই রে, মায়েরই টান!  
একটু খানি দূরে গেলে,  
মন ভেঙে খান খান।