বেরিবাঁধে ছিলো ঘরবাড়ি এই কইরে এখন বাড়ি,
নদীর গর্ভে গিলে খেলো আজ চলে নৌকার সাড়ি
কূল হারা এই মানুষ হয়েই আজ পথে পথে ঘুরি


খোলা আকাশের আশ্রয় হয়ে হয়েছি যে যাযাবর
পরের জায়গা উকরাত থেকে খাই আজ লাথি চড়
আপন মানুষ চেনেনা আজকে দুঃখেই-খেলে তুরি


যেহানে আছিল ফসলের জমি হেথায় নদীর মাঝ
দুঃখের বোঝা বইতে বইতে কপালে পরায় ভাঁজ
যেহানে পরেছে পদ সীমারেখা হেথায় নদীর চিহ্ন
ভিটেমাটি আজ জল খেলে যায় ব্যবধান যেন ভিন্ন
কূল হারা এই মানুষ হয়েই আজ পথে পথে ঘুরি